ইউনাইটেড হাসপাতালের শীর্ষ ৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

  © সংগৃহীত

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় হাসপাতালটির চার শীর্ষ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।

ওই চার কর্মকর্তা হলেন- ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ রাজা, ম্যানেজিং ডিরেক্টর মো. ফরিদুর রহমান খান, সিইও মোহাম্মদ ফাইজুর রহমান ও চিফ ক্লিনিক্যাল গভর্নেন্স ডা. আবু সাঈদ এমএম রহমান।

ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, মামলার তদন্তের স্বার্থে তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য ইমগ্রেশন বিভাগকে চিঠি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে রাতে ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীদের জন্য স্থাপিত অস্থায়ী আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এর মধ্যেই চিকিৎসাধীন পাঁচ রোগীর মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ