করোনায় আক্রান্তে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ

  © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। চীনের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি হয়। আজ শনিবার (১৩ জুন) পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন। অন্যদিকে চীনে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার।

চীনের উহান থেকে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। এরপর ইউরোপে তাণ্ডব চালায় প্রাণঘাতী এ ভাইরাস। তবে এখন ভাইরাসটির সংক্রমণের কেন্দ্র দক্ষিণ এশিয়া ও আমেরিকা। যদিও আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

আক্রান্ত ও মৃতের তালিকায় এখনো সবার উপরে রয়েঝে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ১৬ হাজার ৯২২। দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৮২৫ জনের। এর পরেই রয়েছে ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত ৮ লাখ ২৯ হাজার ৯০২। দেশটিতে করোনায় মৃত্যু ৪২ হাজারের কাছাকাছি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে ৩ লাখ ১০ হাজার ১৩১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৮ হাজার ৮৯৫ জন। এর পরেই রয়েছে পাকিস্তান। সেখানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪০৫ জন। আর মারা গেছেন ২ হাজার ৫৫১ জন।


সর্বশেষ সংবাদ