জুনের মধ্যে বিল না দিলে গ্যাস-বিদ্যুতের লাইন কাটা হবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুন ২০২০, ০৮:০৭ PM , আপডেট: ০৯ জুন ২০২০, ০৮:১৭ PM
করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে গ্রাহকদের কথা চিন্তা করে বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে তিন মাসের বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছিল। যার মেয়াদ চলতি জুন মাসেই শেষ হবে। তবে এখনো কোন গ্রাহক বিল না দিলে তাদের লাইন কেটে দেওয়া হবে। আজ মঙ্গলবার (৯ জুন) এ তথ্য জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থতি বিবেচনায় আমরা গ্রাহকদের তিন মাসের বিলম্ব মাশুল মওকুফ করেছিলাম। জুন পর্যন্ত এই সময়সীমা দেওয়া হয়েছিল। এরপর যদি কেউ বিল না দেয় তাহলে আবাসিক গ্রাহকদের গ্যাস ও বিদ্যুৎ লাইন কেটে দেবে বিতরণ কোম্পানিগুলো।
তবে যদি কোন গ্রাহক এর মাঝে দুই এক মাসের বিল পরিশোধ করে থাকেন তাহলে তাদের কথা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ঢাকায় গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. মামুন।
তিনি বলেন, সংক্রমণ যেন ছড়িয়ে না পড়ে সেজন্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময়সীমা শেষ হয়েছে। গ্রাহকরা যদি এখনো বিল পরিশোধ করে না থাকেন তাহলে জ্বালানি বিভাগ যা সিদ্ধান্ত নেবে তাই করা হবে। তবে কেউ যদি ১/২ মাসের বিল দিতে শুরু করে তাহলে বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ২২ মার্চ ভাইরাসের ঝুঁকি এড়াতে জুন মাস পর্যন্ত গ্যাসের বিল এবং মে মাস পর্যন্ত বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষেত্রে বিলম্ব মাশুল নেবে না বলে আদেশ দেয় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ।