পুলিশে করোনা আক্রান্ত ৬ হাজার ছাড়ালো, মৃত ১৭

  © প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ পুলিশের আরও ২০৭ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে এই বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ২০৬ জনে। এ পর্যন্ত মোট ১৭ জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রবিবার (৭ জুন) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, দেশজুড়ে পুলিশ সদস্যের ৬ হাজার ২০৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (৬ জুন) পর্যন্ত বাহিনীটিতে আক্রান্তের সংখ্যা ছিলো ৫ হাজার ৯৯৯ জন। আর আক্রান্তদের মধ্যে ২ হাজার ৭৬৭ সদস্য সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশে একক ইউনিটের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সর্বোচ্চ ১ হাজার ৮২৮ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, পুলিশে আরও ২ হাজার ৭ সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন আরও ৬ হাজার ৪৫১ পুলিশ সদস্য।

চিকিৎসক, পুলিশ সদস্য, সশস্ত্র বাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং অন্যান্য সংস্থার সদস্যরা করোনাভাইরাসের সম্মুখ যোদ্ধে সারা দেশে দায়িত্ব পালনের সময় আক্রান্ত হচ্ছে। তারা ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে।

এদিকে করোনাভাইরাস মহামারিতে আজ রবিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৪৩ জন।


সর্বশেষ সংবাদ