ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুন ২০২০, ০৮:০৫ AM , আপডেট: ০৫ জুন ২০২০, ১১:৪৮ AM
নভেল করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে তার শ্বাস কষ্ট বেড়েছে। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭ টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার সবশেষ আপডেট থেকে এ তথ্য জানানো হয়।
শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর
ফেসবুকের ওই পোস্টে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য সকলে দোয়া করবেন। ওনার শরীর ভালো না। রাতে ওনার শ্বাস:কষ্ট ছিল। আপনাদের সকলের দোয়া উনার খুব প্রয়োজন।
উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর মেশিনে তার পরীক্ষা হয়। সেখানেও করোনাভাইরাস পজেটিভ আসে তার।