০৪ জুন ২০২০, ১৭:০১

করোনায় রানা প্লাজার মালিক খালেক মারা গেছন

রানা প্লাজার মালিক আব্দুল খালেক  © সংগৃহীত

ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক আব্দুল খালেক করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে নিজের বাসায় তিনি মারা যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ ভোর ৬টার দিকে তিনি মারা গেছেন। করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় গত ১ জুন তিনি সাভারে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নমুনা পরীক্ষা করান। ফলাফলে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

আব্দুল খালেকের মেয়ে রওশনারা বলেন, গত রোববার তাঁর বাবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি কোভিড-১৯ রোগী কিনা তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি নেয়নি। পরে বাসায় নিয়ে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

সাভার বাসস্ট্যান্ড এলাকায় ২০১৩ সালে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। হতাহতের বেশির ভাগই ছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন আব্দুল খালেক। তিনি দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন।