এক যাত্রীকে দুই টিকিট কাটতে হবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মে ২০২০, ০৩:১৯ PM , আপডেট: ৩০ মে ২০২০, ০৩:৪২ PM
করোনাভাইরাসের চলমান সঙ্কটের মধ্যেই আগামী সোমবার (১ জুন) থেকে মহাসড়কে বাস চলাচল শুরু হচ্ছে। এক্ষেত্রে বাসের নির্ধারিত সিটের অর্ধেক যাত্রী পরিবহন করতে বলা হয়েছে। তাই পূর্বের তুলনায় ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ শনিবার (৩০ মে) বিআরটিএর ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ ধরনের সুপারিশ করা হয়েছে। বৈঠকে বলা হয়, একজন যাত্রীকে দুটো টিকেট কিনতে হবে। দুটো টিকেটের জন্য ২০ শতাংশ ছাড় দেয়া হবে।
ব্রিফিংয়ে বিআরটিএ চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা জানান, ৫০ সিটের বাসে ২০ জন করে যাত্রী পরিবহন করা হবে। ফলে বাস পরিচালনার খরচ মেটাতে যাত্রীদের প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হবে। করোনার জন্য স্বাস্থ্যবিধি মানতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়।