২৭ মে ২০২০, ১৮:৫৬

বয়স্ক ও গর্ভবতীদের অফিস যেতে না করলেন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে সাধারণ ছুটি আর না বাড়লেও ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে বয়স্ক ও গর্ভবতী মহিলাদের অফিসে আসতে নিষেধ করেছেন তিনি। 

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, গত ২৬ মার্চ থেকে বেশ কয়েকদফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০ মের পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না। তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে। বয়স্ক এবং গর্ভবতীরা অফিসে আসবেন না। আপাতত ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে।

তিনি বলেন, ৩১ মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলবে। তবে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। চলবে না গণপরিবহণ, রেল ও যাত্রীবাহী নৌযান। তবে বেসরকারি বিমানগুলো নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচল শুরু করতে পারবে।