ভূমিকম্পে কাঁপলো ঢাকা

  © ফাইল ফটো

রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প হয়েছে। আজ সোমবার (২৫ মে) রাত পৌনে ৯টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

রাজধানীর বিভিন্ন স্থান হতে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর দিয়েছেন অনেকে। এরপর অনেকে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

জানা গেছে, ভারতের মণিপুর রাজ্য ছিল মাঝারি মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে ঢাকাও কেঁপে উঠেছে।

মণিপুরের কাচিং শহরের কাছে ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক দুই। ঢাকা ছাড়াও দেশের উত্তর-পূর্বাঞ্চলও এর প্রভাবে কেঁপে উঠেছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ