ঢাকা ছাড়তে চাইলে রাস্তাতেই রাখা হবে, ঈদ সেখানেই হবে
সব ধরনের নিষেধাজ্ঞা অমান্য করে ঈদযাত্রা করছে মানুষ। সরকার ও পুলিশ প্রশাসনের বারবার সতর্কও যেন তাদের কোনে পৌঁছাচ্ছে না। ফলে এবার অন্যরকম হুশিয়ারি দিলেন ঢাকা মেট্রোপেলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যারা পায়ে হেঁটেও গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করবে, তাদেরকে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে। কোথাও যেতে দেয়া হবে না।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ইদগাহ ময়দানে জেলা পুলিশ আয়োজিত দুস্থদের ঈদ সামগ্রী বিতরণে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।
ডিএমপি কমিশনার জানান, ঢাকা এবং আশপাশের জেলা থেকে কাউকে ভিন্ন জেলায় যেতে দেয়া হবে না। পাশাপাশি বাইরের কোনো জেলা থেকেও কাউকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হবে না। তিনি বলেন, আমরা জেনে-বুঝে কাউকে মৃত্যুর মুখে পড়তে দেবে না। তারপরও কেউ যদি ঈদের অজুহাতে বের হয়, তবে তাকে আটকে দেয়া হবে এবং ঈদ পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে। পুলিশ কারো অজুহাত প্রশ্রয় দেবে না।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মো. মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ পুলিশ বিভাগের অন্য কর্মকর্তারার উপস্থিত ছিলেন ।