২০ মে ২০২০, ০৮:১১

মাওয়া ফেরি ঘাটে হুড়াহুড়ি, ডুবে গেল নৌকা

মাওয়া ফেরি ঘাটে ডুবে গেল নৌকা। ঈদে বাড়ি ফেরা মানুষের তাড়াহুড়ার কারণে এই দুর্ঘটনা। এসময় মালামালসহ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। তবে হতাহত হয়নি কেউ। মঙ্গলবার ঘাটের পাশে থাকা ডিঙি নৌকা দিয়ে ফেরিতে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনার একটি ভিডিও সাামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, মূল ফেরি ঘাটের পাশে একটি ডিঙি নৌকা বাধা ছিল। ঈদ ফেরা মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে ওই নৌকা দিয়ে ফেরিতে উঠতে থাকেন অনেকে। একপর্যায়ে নৌকার সামনে হুড়াহুড়ি করে অনেকে চলে আসেন কিন্তু পিছনের অংশে ভারসাম্য রক্ষায় কেউ ছিলেন না। ফলে সামনের অংশ যাত্রীসহ ডুবে যায়। আর তাদের সঙ্গে থাকা মালামালও পড়ে যায়। এরপর আগে ওঠা যাত্রীদের সাহায্যে তারা ফেরি উঠেন।

এদিকে করোনা সংকটের মধ্যেও ঈদে বাড়ি ফেরার দৃশ্য বদলাইনি। এবার গণপরিবহন বন্ধ থাকায় মানুষ পায়ে হেঁটে, মোটরসাইকেলে, অটোরিক্সাশাসহ ছোট ছোট যানবাহনে বাড়ি ফিরতে ছু্টছেন। এই কারণে সারা দেশে চলমান সামাজিক দূরত্বের কর্মসূচির মধ্যে মাওয়া ঘাটে বাড়ছে ঈদ ফেরা মানুষের ঢল। এর আগে পোশাকশিল্প কারখানা খোলার সময়ও এই দৃশ্য দেখা গিয়েছিল।