ঈদে কাউকে বাড়ি যেতে দেয়া যাবে না: আইজিপি

  © ফাইল ফটো

ঈদ উপলক্ষে ও সরকার ঘোষিত ছুটি উদযাপনে অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী জনগণের সার্বিক কল্যাণের জন্য যে নির্দেশনা দিয়েছেন, তা সবাইকে অনুসরণ করতে হবে। এসময় সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

আজ রোববার (১৭ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ পর্যন্ত মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব নির্দেশনা দেন বেনজীর আহমেদ। করোনা পরিস্থিতিতে পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও করণীয় সম্পর্কে আলোচনা হয় অনলাইন সভায়।

সংশ্লিষ্ট সব পুলিশ কর্মকর্তাকে এ বিষয়ে নির্দেশ দিয়ে আইজিপি বলেন, ‘সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেউ যেন কোনোভাবেই বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে বাইরে যেতে না পারেন। প্রতিটি জেলা ও মহানগরীও কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করবে।’

এসময় শপিংমল ও মার্কেটস যেন স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয় সেটি নিশ্চিত করতে বলেন তিনি। সব ক্ষেত্রে সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধির প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন তিনি।

পুলিশের যেসব দেশপ্রেমিক বীর সদস্য আত্মোৎসর্গ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আলোচনা শুরু করেন আইজিপি।

তিনি বলেন, পুলিশের সদস্যরা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়েছেন এবং নিচ্ছেন। অনেক সদস্য করোনাক্রান্ত হয়েছেন। দেশপ্রেমিক এ ত্যাগী পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও কল্যাণে সব উদ্যোগের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে পুলিশ প্রধান বলেন, পুলিশি সেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। এ ল‌ক্ষ্যে দেশব্যাপী বিট পু‌লি‌শিং চালু কর‌া হবে। পু‌লিশকে সবসময় মানুষের পাশে দাঁড়াতে হবে বলেও উল্লেখ করেন আইজিপি।


সর্বশেষ সংবাদ