জালালাবাদ এসোসিয়েশন ঢাকার উদ্যোগে সিলেটে নগদ অর্থ প্রদান
মহামারি করোনাভাইরাসে সিলেট বংশোদ্ভূত জনগণের শীর্ষ সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এবার দেশের এমন পরিস্থিতিতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার অর্ধ সহশ্রাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে।
সংগঠনের সভাপতি ড. এ কে আবদুল মুবিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদের সহযোগিতায় এ অর্থ বিতরণ করা হয়।
শুক্রবার (১৫ মে) মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সদস্য ও সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিকের নেতৃত্বে এবং শ্রীমঙ্গল উপজেলায় এসোসিয়েশনের সদস্য ডা. সৈয়দ মুস্তাক আহমেদের নেতৃত্বে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সিলেট মহানগর এ এসোসিয়েশনের সহ-সভাপতি রাজনীতিবিদ আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে, সুনামগঞ্জ জেলায় সংগঠনের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আকবর এইচ মঞ্জুর নেতৃত্বে এবং হবিগঞ্জ জেলায় এসোসিয়িশনের সহ-সভাপতি সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ এবং সংগঠনের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা।
উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশন অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও সংস্কৃতি, শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং ভ্রাতৃত্ববোধকে উৎসাহ দিয়ে থাকে। নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রেখে জাতীয় মূল্যবোধ এবং সংস্কৃতির সংযোগ সৃষ্টি করে এগিয়ে যাচ্ছে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা।