১০৩ পরিবারকে উপহার সামগ্রী দিল সাংস্কৃতিক সংগঠন ‘সাস’
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সাংস্কৃতিক সংগঠন ‘সাতগড় শাহ আতাউল্লাহ আদর্শ সংস্থা’ (SAAS - সাস) এর উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপজেলার সাতগড়ের ১০৩ টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) রাতের আঁধারে এ উপহার সামগ্রী পৌঁছে দেয় সাস’র সদস্যরা।
সাতগড় শাহ্ আতাউল্লাহ আদর্শ সংস্থার (সাস) সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, আমরা চেষ্টা করেছি যারা অভাবে আছে কিন্তু কারো কাছে লজ্জায় চাইতে পারেনা এমন কিছু মানুষের কাছে আমাদের উপহারগুলো পৌঁছে দিতে।
এই কার্যক্রমের সাথে আর্থিক, শারীরিক ও মানসিক ভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরও বলেন, আমরা রাতের অন্ধকারে উপহার সামগ্রী গুলো সদস্যদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। সাস প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় ও পরামর্শে সামনের দিন গুলোতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।