ফেসবুক কমেন্ট নিয়ে দুপক্ষে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্টস করাকে কেন্দ্র করে সুনামগঞ্জের ছাতকে দেবেরগাঁও গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার ( ৯ মে ) ইফতারের পর মুহুরী সইদুল হক ও একই গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য আগুর মিয়ার পক্ষের লোকদের মধ্যে ফেসবুকে কমেন্টস করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ থেকে উভয়পক্ষের মধ্য সংঘর্ষ বাধে।
উভয়পক্ষের সংঘর্ষে আহতরা হলেন রুবেল (২২), রামিজ আলী (৫৫), দিলোয়ার (২২), বাবলা (২৬), খুরশিদ আলী (২৫), শানুর (৩০), আব্দুল কাহার (৪০), আশাকুল (৫০), সাদাম (২২), আগুর মিয়া(৫৫), জাফরুল (৩৫), ছালেক (২৪), আজির (৩০), আনফর (৩৫), মখলিছ আলী (৪৫), মুস্তাকিন (১৮), আছমত আলী (২১), জুনুর (২৭), লোকমান (১৯), লাহিন (২৬), সুলেমান (২৮), রুমন (১৭), সুনামিন (২০), জাবেদ (৪৭), রকিব (৫০) সহ অর্ধশতাধিক লোকজন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বাচ্ছু মিয়া একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।