আশুলিয়ার ১২০ পরিবারের মাঝে ত্রাণ দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র
মহামারি করোনাভাইরাসের ফলে দুর্যোগময় পরিস্থিতিতে বিপাকে সারাদেশের মানুষ। বিপর্যস্ত এসব মানুষের মাঝে খাদ্য সহায়তার মানবিক উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতিমাসে ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তার অংশ হিসেবে সাভারের আশুলিয়ায় ত্রাণ দিয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (৯ মে) সকালে আশুলিয়ার নলাম গ্রামের ১২০টি পরিবারের মাঝে এ ত্রাণ সহয়তা কার্যক্রম সম্পন্ন করেন তারা।
বিতরণকৃত প্রতি প্যাকেটে চাল ২০ কেজি, আটা চার কেজি, মসুর ডাল এক কেজি, খেসারী ডাল আধা কেজি, ছোলা এক কেজি, আলু পাঁচ কেজি, পেঁয়াজ এক কেজি, লবণ আধা কেজি, সরিষার তেল ৮০ মিলি লিটার, সয়াবিন তেল আধা লিটার, শুকনা মরিচ ৪০ গ্রাম ও একটি সাবান করে ত্রান রয়েছে।
এসময় শিক্ষার্থীরা বলেন, গণস্বাস্থ্যের খাদ্য সহায়তায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এরকম মানবিক আবেদনে নিজেকে আরো বেশি সম্পৃক্ত করতে চায়। গণস্বাস্থ্য যে বিশাল পরিমাণ মানুষকে সহায়তার উদ্যোগ সেটাকে বেগবান করতে সবার সহযোগিতা প্রয়োজন।আশা করবো গণস্বাস্থ্যকে যে যেভাবে পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
এসময় গণ বিশ্ববিদ্যালয় সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারের সহ-সভাপতি শারমিন কবিতা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি পদপ্রার্থী মো. সুজন রানা এবং অন্যান্য স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।