শিল্পাঞ্চলের বাড়ি ভাড়া ৪০ শতাংশ কমাতে বলেছে পুলিশ
সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের তিন মাসের বাড়িভাড়া ৪০ শতাংশ কমানোর আহ্বান জানিয়েছে ঢাকা শিল্প পুলিশ।
আজ শুক্রবার বিকেলে উপজেলার শ্রীপুরে শিল্প পুলিশ-১ এর কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও বাড়িওয়ালাদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
ঢাকা শিল্প পুলিশের পুলিশ সুপার সানা শামীমুর রহমান শামীম বলেন, ‘করোনা পরিস্থিতিতে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। যেহেতু শ্রমিকরা এপ্রিল মাসের বেতন ৬০ ভাগ পাচ্ছেন। এরসঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িওয়ালাদের সঙ্গে বৈঠক করে তাদেরকে ৬০ ভাগ ভাড়া নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এপ্রিল-মে-জুন মাসে এই প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।’
মতবিনিময় সভায় পুলিশ সুপার সানা শামীনুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন বাসা বাড়ির মালিকরা তাদের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে আহ্বানটি বাস্তবায়নের আশ্বাস দেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি গুরুত্বের সাথে দেখার প্রতিশ্রুতি দেন।