সেহরির সময় গাছে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে স্কুলশিক্ষক
সেহরির সময় আম গাছের ডালে রশি পেঁছিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলশিক্ষক। রাজশাহীর বাঘায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
নিহত শিক্ষকের নাম জুয়েল আহম্মেদ। তিনি উপজেলার জোতরাঘব এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। জুয়েল বরিশাল বিভাগের পটুয়াখালী সদর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হতো। একপর্যায়ে তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। তারপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। অপর দিকে তার চাকরি বেতনভুক্ত না হওয়ার কারণেও তিনি বিপর্যয়ে ছিলেন। করোনাভাইরাসের কারণে দেশব্যাপী ছুটির মধ্যে কিছু দিন আগে তিনি নিজ বাড়িতে আসেন বলে জানা গেছে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত না করে দাফনের অনুমতি দেয়া হয়েছে।