০৪ মে ২০২০, ১৬:২৬

আটার ব্যাগে টাকা: সেই দান নিয়ে মুখ মুখলেন আমির খান, টুইট

আমির খান ও তার আজকের টুইট

“আমির খান এক গাড়ি ভর্তি করে পাশে বস্তিগুলোতে আটার প্যাকেট পাঠালেন। উনার পাঠানো লোকেরা সেখানে গিয়ে মাইকে ঘোষণা করলো- যাদের আটার দরকার আছে তারা এসে আটা নিয়ে যেতে পারেন। কিন্তু প্রতিটি ব্যক্তিকে মাত্র এক কিলো আটা দেয়া হবে। যাদের ঘরে মোটামুটি খাবার ছিল তারা কেউই গেলেন না মাত্র এক কিলো আটার জন্য। কিন্তু যাদের কাছে সেই এক কিলো আটা ওই মুহুর্তে খুব জরুরি অর্থাৎ যারা সত্যিই খুব গরিব তারা এসে হাজির হলেন এবং একটা করে আটার প্যাকেট নিয়ে গেলেন। সকালে আটার প্যাকেট খুলতেই আটার সাথে বেরিয়ে এলো নগত ১৫ হাজার টাকা। পরে খোঁজ নিয়ে জানা গেল ওই ট্রাক আমির খান পাঠিয়েছিলেন। অশেষ ধন্যবাদ আমির খান।”

‘আমির খানের আজব দান!’ শিরোনামে এমন একটা টেক্সট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেটি নিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন অভিনেতা আমির খান। যেখানে তিনি লিখেছেন, ‘Guys, I am not the person putting money in wheat bags. Its either a fake story completely, or Robin Hood doesn't want to reveal himself! Stay safe. Love. a.’ যার অর্থ হলো- ‘আটার ব্যাগে টাকা দেয়া ব্যক্তি আমি নই। হয়তো এই গল্পটা পুরোপুরিই ভুয়া। নতুবা (দাতা) রবিনহুড নিজের পরিচয় প্রকাশ করতে চাইছেন না। ভাল থাকুন। ভালোবাসা। আমির।’

আজ সকালে করা আমির খানের টুইটটি দেখুন

এর আগে দানের ভুয়া ওই ছবিটির বিভিন্ন কী-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করে এ ধরণের কোনো সংবাদের খোঁজ পাওয়া যায়নি। এছাড়া আমির খানের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম, টুইটার একাউন্টে এ ধরণের কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

দ্যা ডেইলি ক্যাম্পাসের একটি অনুসন্ধানে জানা গেছে, ভারতীয় এক যুবকের হিন্দিতে করা টিকটক ভিডিও থেকে ওই গুজবটি ভাইরাল হয়। যে ভিডিওতে ১ কেজির আটার মধ্যে ১৫ হাজার রুপি দান করার একটি গল্প শেয়ার করেন ওই যুবক। যদিও মূল ওই ভিডিওটির কোথাও সেই যুবক আমির খানের নাম ব্যবহার করেননি। জানা যায়, মূলত ওই ভিডিওতেই আমির খানের ছবি ব্যবহার করে স্যোশাল মিডিয়ায় গুজব ছাড়াচ্ছে একটি মহল। আবার সেই গল্পতেই আমির খানের ছবি দিয়ে নানা ধরণের ইমেজ বানিয়ে শেয়ার করছেন কেউ কেউ।

টিকটক ভিডিওটি নিচে দেখুন