লটারির মাধ্যমে ধান বিক্রির সুযোগ পাচ্ছে ১৪০০ কৃষক
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে এক হাজার ৩৮৭ কৃষক বাছাই করা হয়েছে। সোমবার ( ৪ মে ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে চার হাজার ৪৬০ কৃষক তালিকা থেকে লটারি করা হয়। ওই কৃষকের কাছ থেকে এক টন করে ধান সংগ্রহ করা হবে বলে জানা গেছে। সরকার নির্ধারিত ২৬টাকা কেজি দরে ধান বিক্রি করতে পারবে কৃষকেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি মো. নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো.সাইফুল হাসান আলামিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস ছামাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা রেবেকা সুলতানা রুবী, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. বুলবুল আহমেদ প্রমুখ।
এসময় পাকুন্দিয়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় এখনো ধান কাটা শেষ হয়নি। আশা করি আমরা নির্ধারিত সময়ের মধ্যেই বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। আগামি ৩১আগস্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ কার্যক্রম চলবে।