০২ মে ২০২০, ১৯:৪৫
ফসল নয়, টেকনাফের পোকাগুলো পাতা খায়
কক্সবাজারের টেকনাফে দেখা দেয়া ঘাসফড়িং প্রজাতির পোকাগুলো পঙ্গপাল নয়, এটি এক জাতীয় পতঙ্গ। এ পোকাগুলো পাতা খেলেও ফসল খায় না। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা থেকে টেকনাফের লম্বরী পাড়া এলাকায় পরিদর্শনে যাওয়া বিশেষজ্ঞ দলের সদস্যরা।
বিশেষজ্ঞ দলের টিমটি এ সময় তারা সোহেল সিকদার নামে এক যুবকের বাগানে পোকায় কাটা গাছের পাতা পর্যবেক্ষণ করেন। পোকাটি এর আগেও দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে দেখা গেছে বলে জানান বিশেষজ্ঞরা।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মূল কুমার দত্ত বলেন, শুনেছিলাম টেকনাফের এই অঞ্চলে পঙ্গপালের দেখা মিলেছে। আসলে সরেজমিনে আমরা পোকাগুলোকে পর্যবেক্ষণ করে আমরা দেখেছি আসলে এটি বিধ্বংসী পোকা পঙ্গপাল নয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, টেকনাফের এই পোকাটি আসলে ঘাসফড়িং এর একটা প্রজাতি।