০২ মে ২০২০, ১৭:৩৬
সদ্যজাত মেয়ের নাম জানিয়ে সাকিবের স্ট্যাটাস
গত ২৪শে এপ্রিল দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব আল হাসান। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোল আলোকিত করে আসে এক কন্যা সন্তান। আজ ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের নিজের দ্বিতীয় কন্যার নাম জানালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘২৪ এপ্রিল রমজানের প্রথম শুক্রবার ফজরের (যুক্তরাষ্ট্রের সময় ভোর ৫টা ৮ মিনিট) সময় আমাদের আরেকটি কন্যা সন্তান হয়েছে। মহান আল্লাহর তরফ থেকে আরেকটি উপহার। আমরা তার নাম রেখেছি ইরাম হাসান, যার অর্থ জান্নাত। সত্যি সে এক টুকরো বেহেশত। আলহামদুলিল্লাহ।’
প্রসঙ্গত, ২০১৫ সালের নভেম্বরে এই দম্পতির ঘর আলোকিত করে বড় মেয়ে আলাইনা। এর পর থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দুজায়গা মিলিয়েই বসবাস করছে সাকিবের পরিবার। সেখানেই প্রথম রমজানের দিন ভোর ৫টায় জন্ম নেয় সাকিবের দ্বিতীয় মেয়ে।