প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দিলেন দুর্গাপুরের রিকশাচালক

  © সংগৃহীত

মহামারি করোনা পরিস্থিতিতে মানুষের খাদ্য সংকটের কথা মাথায় রেখে নেত্রকোনার দুর্গাপুরের রিকশাচালক তারা মিয়া ১০ হাজার ২০০ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়ে মানবিকতার এক বিরল দৃষ্টান্ত তৈরি করলেন।

শুক্রবার ( ১ মে ) দুপুরে দুর্গাপুর উপজেলা পরিষদে এসে স্থানীয় সাংসদ মানু মজুমদার ও দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা খানমের হাতে এই টাকা তুলে দেন তারা মিয়া।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, পৌরসভার মেয়র আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রিকশাচালক মো. তারা মিয়া বলেন, দীর্ঘদিন ধরে ভাড়ায় চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি। নতুন একটি রিকশা কিনার জন্য এই টাকা জমিয়ে ছিলাম। কিন্তু করোনায় দেশের মানুষ না খেয়ে কষ্ট করছে। আমার জন্য নতুন রিকশা কিনার চেয়ে মানুষের জীবন বাঁচানো বড়, বেঁচে থাকলে নতুন রিকশা কিনতে পারব। অভুক্ত মানুষের সহায়তা করতে ইউএনও স্যারের মাধ্যমে প্রধানমন্ত্রীর তহবিলে আমার জমানো ১০ হাজার ২০০ টাকা প্রদান করলাম।

এসময় তিনি অনুরোধ করে বলেন, আসুন দেশের স্বার্থে সরকারি নির্দেশনা মেনে, সকলেই নিজ নিজ ঘরে অবস্থান করি। আর আমি ভাড়া রিকশা চালিয়ে ৩ বছর ধরে উপজেলার সতেরটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খেলাধূলা সামগ্রী বিতরণ করে আসছি। এ ধারা অব্যাহত আছে।

তারা মিয়ার বাড়ি উপজেলার চকলেঙ্গুরা গ্রামে। দিনমজুর বাবা আবদুল হেলিমের তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়। হতদরিদ্র পরিবারে জন্ম হওয়ায় তিনি লেখাপড়া করতে পারেননি। প্রায় ১০ বছর ধরে তিনি রিকশা চালান। লেখাপড়া শিখতে না পারার কষ্ট ভুলতে চান তিনি এলাকার দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে।


সর্বশেষ সংবাদ