করোনাভাইরাস সন্দেহে সাংবাদিকের মৃত্যু
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দেশে এই প্রথম একজন সাংবাদিক মারা গেলেন। দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন তিনি। নাম হুমায়ুন কবীর খোকন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০ টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
দৈনিক সময়ের আলো পত্রিকার এক রিপোর্টার জানান, বাসায় শ্বাসকষ্ট শুরু হলে সাংবাদিক হুমায়ুন কবিরকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউতে নেয়া হয়। এর প্রায় আড়াই ঘন্টা পর ১০টার দিকে মারা যান তিনি। তবে মৃত্যুর আগ পর্যন্ত তার করোনাভাইরাস টেস্ট করানো হয়নি বলে জানান ওই সাংবাদিক।
হুমায়ুন কবীর খোকন সময়ের আলো ছাড়াও দৈনিক আমাদের সময় ও মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
এদিকে গত দুই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৫ জনে। দেশে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা এখন ৬ হাজার ৪৬২ জন।