ব্যাংক ঋণের সুদ মওকুফের বিবেচনা করবে সরকার

  © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ব্যাংক ঋণের সুদ মওকুফের বিবেচনা করবে। অনেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু করোনাভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধ থাকায় তাদের ঋণের সুদ বেড়ে গেছে। সেটার জন্য চিন্তা করবেন না। কারণে এই সুদ এখনই নেয়ার কথা না।

দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে ভি‌ডিও কনফারেন্সে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর এ কথা জানান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, যারা ইতিমধ্যে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধ দেখে তাদের ঋণের সুদ বেড়ে গেছে। সেটার জন্য আপনারা চিন্তা করবেন না। কারণে এই সুদ এখনই নেয়ার কথা না। এছাড়া এই কনফারেন্সের পরেই অর্থমন্ত্রীর সঙ্গে বসবো।

তিনি আরো বলেন, সুদগুলো যেন স্থগিত থাকে এবং পরবর্তীতে কতটুকু মাফ করা যায়, এছাড়া কতটুকু আপনারা দিতে পারেন সেটা নিয়ে বিবেচনা করা হবে। তাই এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না।

 


সর্বশেষ সংবাদ