করোনায় আক্রান্তের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের দিক দিয়ে ১৮৫ দেশ ও অঞ্চলের মধ্যে ৪৭ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। জন হপকিন্স ইউনিভার্সিটি এ তালিকা করে।
জন হপকিন্স ইউনিভার্সিটির তালিকা অনুসারে, শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে এই ভাইরাসের বলির শিকার হয়েছেন ১ লাখ ৯১ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ২৭ লাখের বেশি। বাংলাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৮৯ জন। মারা গেছেন মোট ১৩১ জন।
আক্রান্তের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬৯ হাজারের বেশি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সেখানে প্রাণ হারিয়েছেন মোট ৪৯ হাজার ৯৬৩ জন। এছাড়া, আক্রান্তের তালিকার শীর্ষে থাকা অন্যান্য দেশগুলো হচ্ছে যথাক্রমে স্পেন (২১৩,০২৪), ইতালি (১৮৯,৯৭৩), ফ্রান্স (১৫৯,৪৬৭), জার্মানি (১৫৩,২১৫), যুক্তরাজ্য (১৩৯,২৪৬), তুরস্ক (১০১,৭৯০), ইরান (৮৭,০২৬), চীন (৮৩,৮৮৪) ও রাশিয়া (৬৮,৬২২)।
আক্রান্তের তালিকায় প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান রয়েছে যথাক্রমে ১৬ ও ২৯তম স্থানে।
এদিকে, তালিকার একেবার তলানিতে রয়েছে যথাক্রমে ইয়েমেন (১), সাও তোমে অ্যান্ড প্রিন্সিপি (৪), দক্ষিণ সুদান (৫), পশ্চিম সাহারা (৬), মৌরিতানিয়া (৭), ভূটান (৭), পাপুয়া নিউ গিনি (৮), এমএস জান্দাম (৯), ভ্যাটিকান সিটি (৯) ও সুরিনাম (১০)।
দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫০২ জন। মারা গেছেন ৭২২ জন। এছাড়া, পাকিস্তানে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১৫৫ জন। মারা গেছেন ২৩৭ জন। পুরো অঞ্চলের মধ্যে সবচেয়ে কম আক্রান্ত দেখা গেছে ভূটানে। সেখানে মাত্র ৭ জন আক্রান্ত হয়েছেন। করোনায় কোনো মৃত্যু হয়নি দেশটিতে। মালদ্বীপ (১১৬) ও নেপালেও (৪৮) এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১১৬ জন। এছাড়া, শ্রীলঙ্কায় ৩৭৩ জন ও আফগানিস্তানে ১,২৭৯ জন আক্রান্ত হয়েছেন।