২২ এপ্রিল ২০২০, ২২:০৫

জীবানুনাশক স্প্রে ও দূরত্ব নির্ধারক চিহ্ন আঁকছে টিম এসবিসিসি

  © টিডিসি ফটো

করোনাভাইরাস সংক্রমণ রোধে কাঁচাবাজার ও মাছের বাজারে জীবানুনাশক স্প্রে এবং দূরত্ব নির্ধারক চিহ্ন অঙ্কন করেছে টিম এসবিসিসি। বুধবার সংগঠনটির ঝালকাঠি ও জামালপুর জেলার স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।

করোনা মোকাবেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ঝালকাঠি সদরের বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জীবানুনাশক স্প্রে করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

এদিকে জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের দুটো বাজারের প্রায় ৪০টি দোকানের সামনে দূরত্ব নির্ধারক চিহ্ন অঙ্কন করেছে স্থানীয় টিম এসবিসিসির স্বেচ্ছাসেবকরা। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নিয়মিতই এধরণের কাজ করে যাচ্ছে সংগঠনটির স্থানীয় স্বেচ্ছাসেবকরা। একইসাথে তারা উপস্থিত সকলের মাঝে সচেতনতামূলক পরামর্শও প্রদান করে সংগঠনটি।

এর আগে নিজ উদ্যোগে ঝালকাঠি শহরে প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মাঠ পর্যায় ও অনলাইনে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।

টিম এসবিসিসির ঝালকাঠি জেলার কো অর্ডিনেটর ইমরান ইমু জানান, আমরা সম্পূর্ণ নিজ অর্থায়নে এখন পর্যন্ত এমন সচেতনামূলক কাজ ও ত্রাণ বিতরণ করেছি। কিন্তু আমাদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য পিপিই এবং অন্যান্য সরঞ্জাম প্রয়োজন। এসব নিশ্চিত করতে পারলে আশা করছি আগামীদিনেও আমরা এই কাজের ধারা অব্যাহত রাখতে পারব।

এ বিষয়ে টিম এসবিসিসি’র কোঅর্ডিনেটর মো. রুমান শিকদার জানান, আমরা মূলত মানুষকে সচেতন করার লক্ষ্যে কাজ করছি। একইসাথে আমরা জীবানুনাশক ছিটানো এবং ত্রাণসামগ্রি বিতরণেরও চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা নিজস্ব অর্থায়নেই কাজ করে যাচ্ছি, তবে আমাদেরকে যারা সহযোগিতা করতে আগ্রহী তাদেরকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।