১১ এপ্রিল ২০২০, ১৯:৪২
রাজবাড়ী লকডাউন
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ ১২টা থেকে লকডাউন আইন কার্যকর হবে বলে জানান জেলা প্রশাসক।
শনিবার রাজবাড়ী জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দিলসাদ বেগম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। আগামী ১০ দিন লকডাউনের আওতায় থাকবে।
এর আগে করোনা সন্দেহে রাজবাড়ী থেকে ২৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো। এর মধ্যে ৫ জন করোনা ভাইরাসে শনাক্ত হলে এ ঘোষণা দেওয়া হয়। করোনাভাইরাসে শনাক্ত হওয়া ৪ জন পুরুষ, একজন মহিলা। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা।
করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসল দিলসাদ বেগম জানান, করোনারসংক্রমণ রোধে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীকে লকডাউন করা হয়েছে। আগামী ১০ দিন জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ রাজবাড়ী প্রবেশ এবং বের হতে পারবে না।