অসহায়দের ত্রাণ থেকে কেউ লাভবান হতে চাইলে ছাড় নয়: প্রধানমন্ত্রী

  © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষকে দেয়া ত্রাণ থেকে কেউ লাভবান হতে চাইলে কোন ধরণের ছাড়া দেয়া হবে না বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

গণভবন থেকে শুরু হওয়া ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরণের পরিস্থিতিতে কিছু মানুষ লাভবান হওয়ার চেষ্টা করে। কেউ এমন করতে চাইলে কোন ছাড় দেয়া হবে না। ধরা পড়ে যাবেন।’

তিনি বলেন, ‘এভাবে সম্পদ তৈরি করে লাভ নেই। বরং যার যা আছে তা নিয়ে মানুষকে সহায়তা করুন, সেটাই আপনার কাজে লাগবে।’ এসময় করোনার মতো ক্ষুদ্র ভাইরাসের কাছে ক্ষমতাধররাও অসহায় বলে স্মরণ করিয়ে দেন তিনি।


সর্বশেষ সংবাদ