চীন থেকে আরও ৩০ হাজার করোনা টেস্ট কিট বাংলাদেশে

করোনাভাইরাস পরীক্ষার আরও ৩০ হাজার কিট চীন থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। বাংলাদেশকে এ সব কিট উপহার হিসেবে দিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে চীন থেকে ওই মেডিকেল সরঞ্জাম বাংলাদেশে পৌঁছায়। ঢাকায় চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও উপপ্রধান হুয়ালং ইয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট ও নিরাপত্তা পোশাক দেয়ার ঘোষণা দেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তারমধ্যে বাংলাদেশও ছিলো।

জ্যাক মা লেখেন, ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট এবং ৩৬ হাজার নিরাপত্তা পোশাক পিপিই করোনা মোকাবিলায় বিভিন্ন দেশকে অনুদান হিসেবে দেয়া হবে। এছাড়া ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।

বাংলাদেশের ছাড়াও এসব সরঞ্জাম পাচ্ছে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

চীনের অনলাইনভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান আলিবাবা। ‘আলিবাবা’কে চীনের ই-বে বলে গণ্য করা হয়। প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৪০ হাজার কোটি ডলার।


সর্বশেষ সংবাদ