করোনায় চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৪ জন, মৃত্যু নেই
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১১:৪২ AM , আপডেট: ২৭ মার্চ ২০২০, ১১:৪২ AM
করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই জন চিকিৎসক রয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।
আজ শুক্রবার (২৭ মার্চ) অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি নতুন করে বেশকিছু নির্দেশনা দিয়েছেন তিনি।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘২৪ ঘন্টায় তিন হাজার ৩২১টি ফোনকল এসেছে হটলাইনে। নমুনা পরীক্ষা হয়েছে ১০৬ জনের। মোট এক হাজার ২৬ জনের পরীক্ষা হয়েছে। এখন নমুনা সংগ্রহ বাড়ানো হয়েছে। বেশি বয়স্কদেরও নমুন সংগ্রহ করা হচ্ছে।’
বৃহস্পতিবার দেশে করোনায় নতুন করে আরও পাঁচ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গতকাল এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪৪ জনে।
এদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ১৯৯টি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের বেশি। মোটা পাঁচ লাখ ৩২ হাজার ১৫০ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৩ জনের।
করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে চীন-ইতালিকে ছাড়িয়ে এখন শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৫২০ জন, যা গোটা বিশ্বের মধ্যেই সর্বোচ্চ।