টোলারবাগে মারা যাওয়া ব্যক্তির চিকিৎসকও করোনায় আক্রান্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০১:৫৮ PM , আপডেট: ২৩ মার্চ ২০২০, ০১:৫৮ PM
রাজধানী ঢাকার মিরপুরের মারা যাওয়া রোগীর চিকিৎসকও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মিরপুরের টোলারবাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই ব্যক্তিও মারা যান।
নাম না প্রকাশ করার শর্তে রাজধানীর ডেল্টা হাসপাতালের একজন চিকিৎসক গণমাধ্যমকে এ তথ্য জানান। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সার্জন প্রেমাংশু বিশ্বাস ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
করোনা আক্রান্ত চিকিৎসকের বয়স ৩০। ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তিনি। সেখানে জরুরি মেডিকেল অফিসার হিসেবে তিনি কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, টোলারবাগে মারা যাওয়া ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়েছিলেন ওই চিকিৎসক। গত শনিবার প্রথমে তিনি শ্বাসকষ্টের কথা জানান। পরে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। পরে গতকাল রোববার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
করোনায় মারা যাওয়া ওই রোগীর চিকিৎসায় জড়িত চার চিকিৎসক, ১২ জন নার্স এবং ৩ জন স্টাফকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন চিকিৎসক করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।