করোনার উপসর্গ থাকায় যুবককে পরিবহনে অস্বীকৃতি অ্যাম্বুলেন্সচালকদের
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এক যুবককে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করছে। ২২ বছর বয়সী ওই যুবক গত ১৪ মার্চ ঢাকা থেকে বাড়িতে গিয়েছিলেন সর্দি-কাশি নিয়ে। আজ সোমবার সকালে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি।
সেখানে করোনায় আক্রান্ত সন্দেহে তাকে নিরাপদ স্থানে রেখে রুদ্ধদার বৈঠকে বসে কর্তৃপক্ষ। পরে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে হাসাপাতালের অ্যাম্বুলেন্স চালকরা তাকে পরিবহনে অপারগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক বকুল বলেন, করোনার রোগী নিয়ে যাওয়ার মতো নিরাপত্তামূলক ব্যবস্থা তাদের নেই। এজন্য তারা রোগী নিয়ে ঢাকায় যেতে অস্বীকৃতি জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, সর্দি-জ্বর-কাশি নিয়ে ওই যুবক গত ১৪ মার্চ পৌর এলাকায় নানার বাড়িতে আসেন। সেখানে অবস্থান করার পর গত সোমবার তার অবস্থার অবনতি হলে নানা বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে আসলে তার শরীরে করোনার লক্ষণ দেখা যায়।
এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ঢাকার কুর্মিটলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে। এছাড়াও তার নানা বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান লকডাউনের ব্যবস্থা করা হবে।