‘একজন ভোট দিলেও বলব নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে’
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর বলেছেন, ‘পৃথিবীর অনেক দেশে একটি নির্দিষ্ট শতাংশ ভোট না পেলে পুনরায় সে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু বাংলাদেশের সংবিধানে এ রকম কোনো সুযোগ নেই। ফলে কোনো নির্বাচনে এক ভোট পেলেও আমরা বলব নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে’।
আজ শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, ইভিএমে জাল ভোট দেওয়ার সুযোগ নেই তাই ভোট কম পড়ে। ভোটাররা ভোট দিতে আসবে কি আসবে না এটি তাদের ব্যাপার। ভোটাররা ভোট দিতে না এলে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কারণ ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব নির্বাচন কমিশনের না।
ঢাকা-১০ আসনে উপনির্বাচনে দুপুর আড়াইটা পর্যন্ত ৫ শতাংশ ভোট পড়েছে। গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে পড়েছে ৪০ শতাংশ ভোট বলে জানান তিনি।