বিনামূল্যে বিতরণের জন্য ‘পিপিই’ বানাচ্ছে বিদ্যানন্দ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৭:০৭ PM , আপডেট: ২০ মার্চ ২০২০, ০৭:১৪ PM
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও দিনদিন বাড়ছে। এখন পর্যন্ত আক্রান্ত ১ জনের মৃত্যুর কথা জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এদিকে দেশে এ রোগের চিকিৎসা সেবা দিতে ডাক্তার-নার্সদের ব্যবহারের জন্য নিজেদের অর্থায়নে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) নামে ‘বিশেষ পোশাক’ তৈরির কাজ করেছে বিদ্যানন্দ নামে একটি শিক্ষা সহায়ক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে বিদ্যানন্দ জানিয়েছে, ডাক্তার নার্সদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য তারা গাউন প্রস্তুতের কাজ করছে। বাজারের ৩-৪ হাজার টাকা মূল্যের যে গাউন পাওয়া যায়, সে কাপড়েই তৈরির উদ্যোগ নিয়েছেন তারা।
তারা জানিয়েছে, বিক্রয়ে তাদের ইচ্ছে নেই। শুধুমাত্র ফ্রড কেস এবং বাড়াবাড়ি ডিমান্ড এড়াতে তারা অনেক সময় অর্থের শর্ত জুড়ে দেয়। আর সে টাকায় খরচ বাদ দিয়ে কাঁচামাল কিংবা মজুরীর মূল্যও উঠে না। তবুও কিছু স্বেচ্ছাসেবী ১৪-১৬ ঘন্টা শ্রম দিয়ে যায় সমাজের জন্য। আর বিনিময়ে যদি গ্রাহকের মতো ব্যবহার পেলে কিছুটা হতাশা চেপে বসে।
পিপিই নামে এ বিশেষ পোশাক কবে ডেলিভারির দেওয়া হবে সে বিষয়ে খুব দ্রুত জানানো হবে জানিয়েছেন তারা।
এদিকে দেশে নতুন করে আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০ জনে। এই তিন রোগীর মধ্যে একজনের ইতালি ভ্রমণ করেছেন। বাকি দুজন ইতালি থেকে আসা লোকের সংস্পর্শে এসেছিলেন। আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৭০ বছর, তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকি দুই আক্রান্তের বয়স ৩০ বছর।