২০ মার্চ ২০২০, ১২:১১

কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীকে দেখতে মানুষের ভিড়!

  © সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী এক ব্যক্তি। অথচতাকে দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। বৃহস্পতিবার তার বাড়ির সামনে তাঁকে দেখতে স্বজন ও এলাকাবাসী ভিড় করেন।

এমনকি আজ শুক্রবারও বাড়ির সামনে কৌতূহলী মানুষকে দেখা গেছে। জানা গেছে, কয়েকদিন আগে অস্ট্রেলিয়া প্রবাসী ওই ব্যক্তি বাড়ি আসেন। এরপর থেকে করোনাভাইরাস সতর্কতার জন্য স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে থাকতে শুরু করেন। খবর পেয়ে আত্মীয়স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরা তাঁকে দেখতে ভিড় জমান।

তবে তাঁর দেখা না পেয়ে উৎসুক জনতা বাড়ির পাশে অপেক্ষা করেন। কেউ কেউ বাইরে থেকে উঁকি দিয়ে তাঁকে দেখার চেষ্টা করেন।

এ বিষয়ে প্রতিবেশী সরাজ মিয়া বলেন, ‘কোয়ারেন্টিন’ জিনিসটা নিয়ে মানুষের কৌতূহল। এ সময় কীভাবে মানুষ সময় কাটায়, তা দেখতে এলাকাবাসী ভিড় করেন।’

তিনি বলেন, ‘এ ঘটনায় ওই ব্যক্তি বিব্রত। কেউ যেন তাঁকে দেখতে না আসেন, সে অনুরোধ জানিয়েছেন তিনি।’

অবশ্য নবীগঞ্জ উপজেলা প্রশাসন হোম কোয়ারেন্টিনের জন্য যে পাঁচজনের তালিকা করেছে তাতে ওই অস্ট্রেলিয়াপ্রবাসীর নাম নেই বলে জানা গেছে।

জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ কুমার পাল গণমাধ্যমকে বলেন, ‘মানুষ না বুঝে ভিড় করছে। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’