ইডিইউতে দেড়শ গাছ নিয়ে এলো সিজিএস

  © টিডিসি ফটো

এ বছরের মধ্যে বছরব্যাপী এক লক্ষ গাছ রোপণের লক্ষ্য নিয়ে কাজ করছে চট্টগ্রাম গ্রামার স্কুল (সিজিএস - ন্যাশনাল কারিকুলাম)। তাদের এ যাত্রায় সামিল হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।

আজ ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল দুপুর ২টায় বিভিন্ন প্রজাতির প্রায় দেড়’শটি গাছ নিয়ে ইডিইউতে আসে সিজিএসের একটি প্রতিনিধি দল। এসময় তাদের বরণ করে নেন ইডিইউর উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী।

উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, ‘পৃথিবীতে যে হারে বনাঞ্চল ধ্বংস হচ্ছে, তার ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে হলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে লক্ষাধিক বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করেছে, তার জন্য সিজিএস’কে সাধুবাদ জানাই।’

ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান চিটাগাং গ্রামার স্কুলকে ধন্যবাদ জানিয়েছে বলেছেন, পাহাড়ে ঘেরা ইডিইউ ক্যাম্পাসে সবুজের সমারোহ ঘটাতে আমরা স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাল থেকেই সচেষ্ট ছিলাম। প্রকৃতির কোনোরূপ ক্ষতিসাধন না করে বরং প্রতি বছর যেখানেই পর্যাপ্ত জায়গা পেয়েছি বৃক্ষরোপণ করেছি।

সিজিএস এর হেড অব স্কুল তোহসিন খান বলেন, ‘সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষার্থীদের মাঝে দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে চিটাগাং গ্রামার স্কুল (এনসি) এক লক্ষ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। এ বছর শুধুমাত্র বৃহত্তর চট্টগ্রামে আমরা বৃক্ষরোপণ করলেও, ভবিষ্যতে সমগ্র দেশব্যাপী এ উদ্যোগ সম্প্রসারণের ইচ্ছে আমাদের রয়েছে। ইডিইউর সম্পৃক্ততা ও উৎসাহ আমাদের চলার পথের পাথেয় হিসেবে কাজ করবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ইডিইউর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ফারহানা আহমদ সিগমা, এডমিন এন্ড একাউন্টস এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাকিব মো. ওমর গণি, সিনিয়র এক্সিকিউটিভ জোনায়েদ হোসেইন, সিজিএস (এনসি) এর এইচ আর এক্সিকিউটিভ তন্ময় ভট্টাচার্য প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence