শেখ ফজিলাতুন্নেছা কলেজে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির ধারাবাহিকতায় রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে বৃক্ষ রোপণ করা হয়।
এসময় কলেজ অধ্যক্ষ মনজু মনোয়ারা কলেজ মাঠে ফলজ বৃক্ষ রোপণ করেন।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন আজ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপন করা হবে। তবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিববর্ষ পালন করার কথা থাকলেও করোনাভাইরাসের আতঙ্কে অনুষ্ঠান কর্মসূচি দীর্ঘ আকারে না হলেও মঙ্গলবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ঊর্মিলা খাতুন, শিক্ষকদের মধ্যে মো. মেহেরুজ্জামান, কে.এম শাহজাহান রাজি, আয়শা বেগম, শিরতাজ বেগম,রোকেয়া সুলতানা, মো.আব্দুল মান্নান, আবদুল্লাহীল বাকী,সাবিনা এনাম, ছিরাজাম মুনিরা প্রমুখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল কলেজ শিক্ষার্থীদের অংশ গ্রহণে শৈশবে বঙ্গবন্ধু শীর্ষক নাটিকা মঞ্চস্থ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কলেজ অধ্যক্ষ মনজু মনোয়ারা শিক্ষার্থীদের লেখা নিয়ে তৈরি দেয়ালিকা উন্মোচন করেন।