১৩ মার্চ ২০২০, ১২:২৬
ভারতের কোয়ারেন্টাইন থেকে কাল দেশে ফিরছে ২৩ বাংলাদেশি
চীনের উহান ফেরত ২৩ বাংলাদেশি ভারত থেকে আগামীকাল শনিবার দেশে ফিরছেন। করোনাভাইরাসের আশঙ্কায় ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর তাদেরকে দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দিল্লিতে তাদের প্রয়োজনীয় মেডিক্যাল চেকআপ সম্পন্ন হয়। ২৩ সদস্যের দলের বেশির ভাগই ছাত্র-ছাত্রী। তাদের সঙ্গে শিশুও রয়েছে। ভারতের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সেখান থেকে ভারতীয়দেরকে দেশে ফেরানো হয়। এর মাঝে ২৩জন বাংলাদেশিও ছিলেন। তাদের রাজধানী দিল্লিতে কোয়ারেন্টাইনে রাখা হয়।