করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রয়োজন নেই: আইইডিসিআর
দেশে করোনাভাইরাসের কারণে স্কুল বা কমিউনিটি সেন্টার বন্ধের প্রয়োজন নেই বলে জানিয়েছে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। আজ বুধবার (১১ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে একথা বলেন, সংস্থাটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ফলে স্কুল বা কমিউনিটি সেন্টারগুলো বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে সতর্কতা হিসেবে জনসমাগম এড়িয়ে চলার কথা বলা হচ্ছে। এছাড়া এ বিষয়ে সবার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’
বিদেশ থেকে আগতদের বিষয়ে তিনি জানান, ‘যারা বিদেশ থেকে ফিরছেন তাদের তথ্য আমাদের নিকট আছে। তাদেরকে ১৪ দিন বাসায় কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া তাদের সংস্পর্শে যারা ছিলেন, তাদেরকেও একই কথা বলা হচ্ছে।’
এসময় দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনকে নতুন করে পরীক্ষা করে দুজনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি। ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা মেনে ওই দুজনকে হাসপাতাল থেকে ছাড়া হবে।’
তিনি আরো বলেন, ‘দুজন সুস্থ্য হয়ে উঠেছেন। আরেকটি করে পরীক্ষা তাদের করা হবে। বাকি যে একজন করোনাভাইরাসে আক্রান্ত আছেন, তার অবস্থাও ভালো, তবে তার পরীক্ষার ফল এখনো পজিটিভ। তিনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।’
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘সর্বশেষ ২৪ ঘন্টায় দুই হাজার ২২৫ জন হটলাইনে ফোন করেছেন। তারমধ্যে অধিকাংশই করোনাভাইরাস বিষয়ে জানতে চেয়েছেন। এছাড়া নতুন করে ১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারোর শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। সিবমিলিয়ে ১৪২ জনের পরীক্ষা করা হয়েছে।’
তিনি বলেন, ‘দেশে এখন আইসোলেশনে আছেন ৮ জন। তবে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। কয়েকবার পরীক্ষা করে কেউ আক্রান্ত কিনা তা নিশ্চিত হচ্ছি আমরা।’
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ‘দেশে এখন সর্বমোট ১১টি থার্মাল স্ক্যানার চালু করা হচ্ছে। এরমধ্যে সামিট গ্রুট পাঁচটি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আরও পাঁচটি সচল আছে। এজন্য তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হবে।’
তিনি আরো জানান, বিশ্বের অনেক দেশ করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। এরমধ্যে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন রয়েছে। এছাড়া ইউএসএইড-সহ অনেক সংস্থাও সহযোগিতা করতে চেয়েছে। এসময় সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনাভাইরাস মোকাবিলা করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।