করোনা আক্রান্ত সন্দেহে সৌদি ফেরত দম্পতি হাসপাতালে
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব থেকে আসা দম্পতিকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরে ভাইরাসটির উপসর্গ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। বিমানবন্দরের স্ক্যানারে জ্বর ধরা পড়ায় সকালেই তাদেরকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, করোনোভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়।
এর আগে সোমবার তিনজনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়। ইতালি ও সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন তারা।
গত রোববার তিনজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)। তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত। বাকি একজন তাদের আত্মীয়। পরবর্তীতে তাদের সংস্পর্শে এসেছেন এমন ৪০ জনকেও কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।