০৫ মার্চ ২০২০, ২০:৪৭

মোদি বিরোধী বিক্ষোভে উত্তাল নোয়াখালী (ভিডিও)

  © টিডিসি ফটো

ভারতের হিন্দুত্ববাদীদের সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অঙ্গিসংযোগের প্রতিবাদে নোয়াখালীর রাজপথ বৃহস্পতিবার বিকাল ৪ টায় নোয়খালীর রাজপথ ছিল উত্তাল।

পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা রাজপথে বিক্ষোভ করে। বৃহস্পতিবার বিকাল ৪ টা জেলা জামে মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার জামে মসজিদ চত্বরে ফিরে এস মিছিলটি শেষ হয়। এসময় সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে তার দুগালে জুতা নিক্ষেপ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী হয়ে সন্ত্রাসী মোদী নিরীহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। নির্বিচারে গুলি করে মারছে। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মিনারে হনুমানের পতাকা লাগিয়েছে। এসব কাজ বিশ্বের ৪০০ কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না।

মুজিববর্ষের অনুষ্ঠানে মোদি যোগ দিলে এদেশে বদরের যুদ্ধের পূণরাবৃত্তি হবে বলে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, শাপলা চত্বরে রক্ত দিয়েছি, এ রক্তের দাগ এখনও শোকায়নি। প্রয়োজনে মোদি দেশে আসলে আবারও রক্ত দিতে আমরা প্রস্তুত রয়েছি। তবুও মুসলমানদের উপর কোন ধরণের নির্যাতন সহ্য করবো না। ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, গতকালকে হাতিয়ায় পুলিশ অন্যায়ভাবে মুসল্লিদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দিয়ে ১২ জনকে আহত করেছে। এটা মুসলিম প্রধান দেশে কাম্য নয়।