করোনাভাইরাস: আমিরাতের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১০:০৩ AM , আপডেট: ০৪ মার্চ ২০২০, ১০:৪১ AM
করোনাভাইরাস রোধে সতর্কতা ও সাবধানতামূলক ব্যবস্থা হিসাবে সংযুক্ত আরব আমিরাতে আগামী রবিবার থেকে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান চার সপ্তাহের বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তা সংস্থা ডব্লিউএএম-এর মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় বলা হয় করোনাভাইরাসের প্রভাব যেন শিক্ষার্থীদের ওপর না পড়ে তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনা ভাইরাসের বিস্তাররোধে প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী মঙ্গলবার (৩মার্চ) একদিনেই ছয় জন করোনা রোগী শনাক্তসহ এ পর্যন্ত আমিরাতে বিভিন্ন দেশের মোট ২৭ জন নাগরিক করোনোভাইরাস (কোভিড -১৯) এ আক্রান্ত হয়েছেন।
এ সময় আরো জানানো হয়, এবারের বসন্তকালীন ছুটি যা ২৯ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হবার কথা তা আগামী রবিবার (৮ মার্চ) থেকে কার্যকর হবে।