মশা ক্ষুদ্র হলেও শক্তিশালী, যেন ভোট খেয়ে না ফেলে: প্রধানমন্ত্রী

  © ফাইল ফটো

মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নতুন মেয়র ও কাউন্সিলরদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মশা যেন ভোট খেয়ে না ফেলে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী, এটা মাথায় রাখতে হবে।’

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার নব-নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে সমস্যা। এখন থেকেই এই মশা নিয়ন্ত্রণে সবাইকে ব্যবস্থা নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সেদিকেও দৃষ্টি দিতে হবে। মশা ভোট যেন খেয়ে না ফেলে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী, সেদিকে আপনারা বিশেষভাবে নজর দেবেন। যেন সঠিকভাবে এটা করা হয়।’

এসময় করোনো ভাইরাস রোধে প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘মাঝেমধ্যে একেকটা ঝামেলা আসে। যেমন করোনা ভাইরাস দেখা দিয়েছে। এর থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে যথাযথ পদক্ষেপ নিচ্ছি। এখনও দেশে ভাইরাস আসেনি। কিন্তু যদি দেখা যায় সে জন্য একটা হাসপাতাল আলাদা করে দিয়েছি। সঙ্গে সঙ্গে যে নির্দেশনাগুলো যাচ্ছে সবাইকে তা মেনে চলতে হবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ শপথ অনুষ্ঠিত। তাদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে তারা বিজয়ী হন। এছাড়া স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমেদের পরিচালনায় দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।


সর্বশেষ সংবাদ