আপনার মাকে কেউ অপমান করলে কী করবেন?

ফাইনাল ম্যাচে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে - তা নিয়ে তুমুল চর্চা হচ্ছে ক্রিকেট দুনিয়ায়। ম্যাচের পর পরাজিত ভারতীয় অধিনায়ক প্রিয়ম গর্গ বাংলাদেশের দিকে আঙুল তুলে মন্তব্য করেছেন, ‘জেতা-হারাটা খেলার অংশ, এটা আমরা মেনেই নিয়েছিলাম। কিন্তু বিপক্ষ দলের কাছ থেকে আমরা কদর্য প্রতিক্রিয়া পেয়েছি।’

অন্যদিকে বিজয়ী বাংলাদেশ অধিনায়ক আকবর আলি এই ঘটনার জন্য দু:খ প্রকাশ করে বলেছেন, ‘ঘটনাটা সত্যিই অনভিপ্রেত ছিল। আমাদের ছেলেরা আসলে খুবই পাম্পড-আপ (উত্তেজিত) ছিল, তবু যা ঘটেছে তার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

তর্ক-বিতর্কের এই ডামাডোলে মুখ খুললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। ‌‘ভারতপ্রীতি, ভারতভীতি’ শিরোনামে তিনি লিখেছেন, ‘‘আপনার মা’কে কেউ অপমান করলে কি করবেন? প্রতিবাদ করবেন, রুখে দাড়াবেন। কে অপমান করলো, সে কোন ধর্মের, কোন জাতির বা তার কি পরিচয় কিছু বিবেচনায় আনবেন না।

দেশপ্রেম থাকলে আপনার দেশকে অপমান করলেও এভাবে প্রতিক্রিয়া দেখানোর কথা। কে অপমান করলো এটা তখন বিবেচনার বিষয় হবে না। কিন্তু এদেশে কিছু কুলাঙ্গারের কাছে সেটা বিবেচনার বিষয়। ভারতের খেলোয়াড় আমাদের পতাকা টেনে ছিঁড়েছে এটা তাদের কাছে প্রতিবাদের বিষয় না। সীমান্ত হত্যা রুখে দাড়ানোর বিষয় না। দেশের সম্পদ আর স্বার্থে ভারতের দাপট প্রতিরোধ করার বিষয় না।

দেশপ্রেম আর আত্মমর্যাদা হারিয়ে ফেলা এ নষ্ট মানুষদের জন্য ধিক্কার। দেশপ্রেম না, তাদের হৃদয় ঠাসা ভারতপ্রীতিতে বা ভারভীতিতে।’’

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে রোববার যুব বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ ভারতকে হারিয়ে ট্রফি জেতার পরে মাঠে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বিবাদের কারণে দুই দেশের পাঁচজন ক্রিকেটারকে শাস্তি দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে তিনজন বাংলাদেশি এবং দুইজন ভারতীয় ক্রিকেটার।


সর্বশেষ সংবাদ