সারাদিনের মেঘলার পর রাতে বৃষ্টি
সন্ধ্যা পেরোতেই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এর আগে আজ সারাদিন মেঘলা ছিল আকাশ। আর এতেই মাঘের শেষ শীতের পরশ বুলিয়ে যাবে নগর জীবনে। মনে হচ্ছিলো এইবার বুঝি শীত তার পাততাড়ি গুঁটি চলে যাবে। কিন্তু এ যেন ‘শেষ হইয়াও হইল না শেষ’।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হয় এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে তারা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ দেশের চার বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির হবার কথা। আর সেটা যেনো বলতে না বলতেই ফলে গেলো। লঘুচাপের কারণেই মূলত এই বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
শৈত্যপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।