চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আসতে চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক এ পদক্ষেপ নেয়া হয়েছে।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে। আগামী এক মাসের জন্য ভিসা বন্ধ থাকবে।
তিনি জানান, ‘তবে তারা ভিসা নিয়ে আসতে পারবে। চীনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমরা। দেশের বহু প্রকল্পে চীনের বিশেষজ্ঞরা কাজ করেন। সেজন্য সতর্ক রয়েছি আমরা। তবে এখন তাদের বাংলাদেশে আসতে হলে মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।
উল্লেখ্য, চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে ফিলিপাইনে। বিশ্বের ২৭টি দেশে এই ভাইরাসে ১৪ হাজার ৫৫১ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বাংলাদেশে এখনও পর্যন্ত কোনো করোনাভাইরাস রোগী সনাক্ত হয়নি।