ভোট দিতে না পেরে নারীর ক্ষোভ, দাঁড়িয়ে দেখছিল পুলিশ
ঢাকা সিটি করপোরেশন নির্বচনে নিজের ভোট দিতে না পেরে এক নারীকে ক্ষোভ প্রকাশ করেতে দেখা গেছে। শনিবার ওই নারীর প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে ওই নারী বলেন, আমাকে কেন্দ্র ঢুকতে দেয়া হয়নি। আমাকে ভোট দিতে দেয়া হচ্ছে না। আমি ভোট দিতে গেলে আমাকে মারতে আসছে। ওদের এত বড় সাহস কে দিয়েছে।
তিনি আরও বলেন, আমি ভোট দেওয়ার জন্য কেন্দ্রের ভেতরে ঢুকতে চাইলে সুলতান আঙ্কেলের (আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী) ছেলে আমাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়নি। ওরা পুলিশের সামনেই আমাকে কেন্দ্রে ঢুকতে বাধা দেয়। এসময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিল।
এদিকে সকাল থেকেই কেন্দ্র দখল, বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, সাংবাদিকদের উপর হামলার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট দেওয়ার সময়সীমা। শনিবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।