০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৮

ঢাবিতে ভোটের গোপন কক্ষে ছাত্রলীগ

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনেক্স ভবনে ছাত্রলীগের নেতাকর্মীদের ভোটের গোপন কক্ষে দেখা গেছে। শনিবার বেলা আড়াইটার দিকে ভোট দেওয়ার গোপন কক্ষে ছাত্রলীগের ৬-৭ জন নেতাকর্মীকে গোল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে এনেক্স ভবনের নিচ তলার ১০২ নং কক্ষের ভোট প্রদানের জন্য কালো কাপড় দিয়ে ঘিরে রাখা অংশে জড়ো হয়ে আছেন ৬-৭ জন ছাত্রলীগ নেতাকর্মী। এসময় তারা দীর্ঘক্ষণ সেখানেই অবস্থান করেন। এক পর্যায়ে সাংবাদিকদের আসা দেখে তারা সেখান থেকেে একে এক বের হয়ে যান।

এসময় দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদককে ছাত্রলীগের কর্মীভেবে এক পোলিং এজেন্ট বলেন, “আপনার কেন্দ্রে আসার দরকার ছিল না। আমিই ভোট দিয়ে দিতাম”। ওই পোলিং অফিসার আরও বলেন, সরকার প্লেয়ার দেখে প্রার্থী দিয়েছে।

এদিকে এই কেন্দ্রে বিএনপির এজেন্টদের দুপুর একটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করে বের দেয় বলে অভিযোগ করেন ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদলের আহবায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এ ব্যাপারে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনেক্স ভবন থেকে বিএনপির এজেন্টদের পিটিয়ে বের করে দিয়েছে ছাত্রলীগ। লাঠিসোটা নিয়ে গিয়ে তাদেরকে বের করে দেন। এরই ফলে ঢাবির ৪টি কেন্দ্রে বিএনপির আর কোনও এজেন্ট নেই।

জানা যায়, দুুপর দুপুর একটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস, জগন্নাথ হল ছাত্রলীগের বিতর্ক বিষয়ক সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার জয়ের নেতৃত্বে ২০-৩০ জন ছাত্রলীগ কর্মী ওই কেন্দ্রে প্রবেশ করে। পরে সেখানে থাকা বিএনপির এজেন্টদের মারধর বের করে দেয়া হয়।

প্রসঙ্গত, আজ শনিবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটির ভোট গ্রহণ চলবে। ঢাবি ক্যাম্পাসের উদয়ন স্কুল, কার্জন হল, এনেক্স ভবন এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।