বোনের সঙ্গে গার্লস স্কুলে পড়েছি: শিক্ষা উপমন্ত্রী
নিজের বোনের সঙ্গে গার্লস স্কুলে পড়েছেন জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘ওই সময় সেখানে এমন নিয়ম ছিল। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, আমার স্কুলের নাম ছিল বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়।’
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘যাদের মানসিকতার সমস্যা রয়েছে এবং নারীদের এগিয়ে যাওয়ার বিষয়টি ভালো চোখে দেখেন না, তারাই লজ্জাবোধ করেন। আগের সেই পিছিয়ে থাকা অবস্থানে নেই দেশের নারীরা। কিছু ক্ষেত্রে তারা পুরুষদের চাইতে সফল বেশি। নারীরা নিজেরাই প্রতিষ্ঠিত হচ্ছেন। দেশ ও জাতির গর্ব বয়ে আনছেন।’
এসময় নারীরাই আগামী দিনের ভবিষ্যৎ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্পিকার নারী। তারাই এ দেশের অগ্রগামী নারীদের আইকন। তাই যে যাই বলুক এই তিন নারীকে দৃষ্টান্ত হিসেবে রেখে সবসময় মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, ‘বর্তমান সময়ে মেয়েরা যেই হারে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না। এর কারণ বিভিন্ন সামাজিক কারণে তারা সাহস হারিয়ে ফেলছে।’
তাই ধর্মে নারীদের কর্মে বাধা দেয়ার কোনো বিধান নেই জানিয়ে তিনি বলেন, ‘নারীদের আরো বেশি কর্মমুখী হওয়া দরকার। যারা নারীদের ঘরে আটকে রাখতে চায় তারা তাদের পিছিয়ে রাখার ষড়যন্ত্র করছে।’
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সভাপতি ও স্কুলের গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক প্রমুখ।